Posts

ঘূর্ণিঝড় মোখা

Image
 উষ্ণতম সময় মে মাসে সৃষ্ট ঘূর্ণিঝড় হতে পারে প্রবল মাত্রায় শকি্তশালী। বঙে্গাপসাগরে ঘূরি্ণঝডে়র শঙ্কা তৈরি হযে়ছে। এমনি একটি এখন পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে যেটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে, সেটি ঘূরি্ণঝাডে় পরিণত হযে় বাংলাদেশে আঘাত হানবেই, এমনটি একেবারে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় এর মডেল দেখে মনে হচে্ছ বাংলাদেশের দিকে এটি অগ্রসর হচে্ছ। অতি শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদফতরের সম্ভাব্য গতিপথ বিবেচনা করলে বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ উপকূল দিযে় ঝড়টি স্থলভাগে উঠে আসতে পারে বলে আশঙ্কা করা হচে্ছ। গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হলে ঘূরি্ণঝডে় পরিণত হবে। আর ঘুরি্ণঝডে় পরিণত হলে এবার সে ঝডে়র নাম হবে ‘মোখা’। প্রসঙ্গত, বঙে্গাপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূরি্ণঝডে়র নাম ঠিক করে বিশে্বর ১৩টি দেশ। ২০০০ সাল থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার অন্তর্গত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ওমান ঘূরি্ণঝডে়র নাম ঠিক করে আসছে। সে অনুযায়ী ওয়ার্ল্ড মেটেওরালেজিক্যাল অর্গানাইজেশন/ ইউনা...

https://youtu.be/7LP4rkwTNpA

 https://youtu.be/7LP4rkwTNpA

প্রিজনভ্যান থেকে হাদিসের দরস ! ইতিহাসের এক অনন্য নজির স্থাপন করলেন আল্লামা মামুনুল হক দা. বা.

https://youtu.be/5znR-KMLXHc প্রিজনভ্যান থেকে হাদিসের দরস ! ইতিহাসের এক অনন্য নজির স্থাপন করলেন আল্লামা মামুনুল হক দা. বা. আজ নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে উপস্থিত শিষ্যদের প্রিজনভ্যান থেকে বোখারী শরীফের প্রথম হাদিসের সবক প্রদান করে হিজরতের চেতনা বুকে লালন করে আল্লাহ ও রাসুল সা.এর ভালোবাসার জন্য দুনিয়ার সকল স্বার্থ বলিদান দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দা. বা., #FreeMamunul Haque #give_back_my_teacher
Image
জুম্মার দিনের গুরুত্ব ও ফজিল জুমার দিন এই উম্মতের প্রতি বিশেষ দান আল্লাহ তাআলা পূর্বের জাতিবর্গকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমার জন্য বিশেষ একটি ইবাদত কর। কিন্তু তারা সেই শ্রেষ্ঠতর দিনটি নির্ণয় করতে ভুল করেছে। চিন্তা-ভাবনা করে ইহুদীরা আল্লাহর ইবাদতের জন্য শনিবারকে নির্বাচন করেছে আর নাসারারা নির্ধারণ করেছে রবিবারকে। অথচ সবচেয়ে সম্মানিত দিন হল জুমাবার। এ দিনের অনেক ফযীলত, অনেক বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা মেহেরবানী করে সে দিনটি উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- نَحْنُ الآخِرُونَ السّابِقُونَ يَوْمَ القِيَامَةِ، بَيْدَ أَنّهُمْ أُوتُوا الكِتَابَ مِنْ قَبْلِنَا، ثُمّ هَذَا يَوْمُهُمُ الّذِي فُرِضَ عَلَيْهِمْ، فَاخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللهُ، فَالنّاسُ لَنَا فِيهِ تَبَعٌ: اليَهُودُ غَدًا، وَالنّصَارَى بَعْدَ غَدٍ. আমরা পরে আগমনকারীরাই কিয়ামতের দিন অগ্রগামী হব। তবে অন্যদেরকে (আসমানী) কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে। এই দিন (অর্থাৎ শ্রেষ্ঠতম একটি দিনে সকলে একত্র হয়ে বিশেষ ইবাদত করা) তাদের উপর...

রোজার নিয়ত ও সাহরি,ইফতারের দোয়া

Image
রোজার নিয়ত ও ইফতারের দোয়া:  রোজা রাখার নিয়ত। প্রত্যেক মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, স্থায়ী ও শারীরিক-মানসিকভাবে সামর্থ্যবান নারী-পুরুষের ওপর রমজানের রোজা রাখা ফরজ। রমজান মাসের রোজা পালন নির্দেশ দিয়ে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। (সূরা : বাকারা : আয়াত : ১৮৩)। রমজানের রোজা পালনের জন্য সেহরি করা আবশ্যক। হাদিসে পাকে প্রিয়নবী রাসূলুল্লাহ (সা.) সেহরি গ্রহণের তাগিদ দিয়েছেন। আবার যথাসময়ে ইফতার গ্রহণেরও তাগিদ প্রদান করেছেন। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইয়াহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। (অর্থাৎ মুসলিমরা সেহরি খায় আর ইয়াহুদি ও খ্রিস্টানরা সাহরি খায় না)।’ (মুসলিম, নাসাঈ)। রোজা পালনে সেহরি ও ইফতারের যেমন গুরুত্ব রয়েছে তেমনি রোজার নিয়ত ও ইফতারের দোয়ার রয়েছ...

কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রোযার গুরুত্ব ও ফযীলত

Image
রমযনের রোযা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম। ঈমান, নামায ও যাকাতের পরই রোযার স্থান। রোযার আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয়-প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নর-নারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোযাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমযান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকীম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমযান রোযা রাখা ফরয। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (তরজমা) হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার।-সূরা বাকারা (২) : ১৮৩ অন্য আয়াতে ইরশাদ করেছেন- فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ (তরজমা) সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তিই এ মাস পাবে, সে যেন অবশ্যই রোযা রাখে।- সূরা বাকারা (২) : ১৮৫ হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) إذا رأيتم ا...

বাংলালিংক 18 টাকায় 2 জিবি কোড Banglalink 18 TK. 2GB internet offer code details.

 💁বাংলালিংক18 টাকায় 2 জিবি ইন্টারনেট কেনার নিয়ম? 🔻বাংলালিংকের যেসকল রেগুলার গ্রাহক রয়েছেন তারা অবশ্যই জানেন যে বাংলালিংক সব সময় তাদের গ্রাহকদের জন্য খুবই স্বল্প মূল্যে ইন্টারনেট অফার প্রদান করে থাকে৷ ঠিক তেমনি একটি অফার হচ্ছে 18 টাকায় 2 জিবি ইন্টারনেট। 🔻বাংলালিংক 18 টাকায় 2 জিবি ইন্টারনেট অফার এটি কেনার কিছু শর্তাবলী রয়েছে।  🔻যেমন: আপনার বাংলালিংক সিমের বয়স 12 মাসের কম হতে হবে এবং 31 দিনের বেশি হতে হবে। অর্থাৎ এটি বাংলালিংক নতুন সিমের একটি অফার। 🔻তাহলে আপনি প্রথম এক বছর প্রতি মসে একবার ২ জিবি ইন্টারনেট পাবেন । 🔻 সুতরাং আপনি যদি নতুন বাংলালিংক সিম কিনে থাকেন ১৮ টাকায় 2 জিবি ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন প্রতি মাসে এক বার। এই 2 জিবি ইন্টারনেট এর মেয়াদ থাকবে 7 🔻অফারটি পেতে ডায়াল করুন *121*300# অথবা সরাসরি বাংলালিংক রিটেইলার থেকে রিচার্জ করুন 18 টাকা। 🔻মূল্য 18 টাকা। • মেয়াদ 7 দিন৷ • এই অফারটি বাংলালিংক গ্রাহক প্রতিমাসে শুধুমাত্র 1 বার উপভোগ করতে পারবে। মানে এক মাসে ২ জিবি এবং 11 মাসে মোট 22 জিবি) পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 💁তো এই ছিল বাংলালিংক ...